আমাদের সম্পর্কে

About Us

বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য
ঐতিহ্যবাহী ঢাকা কটন মিল আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর থানার ৪৭/৪৮/এ, নবীন চন্দ্র গোস্বামী রোড, পোস্তগোলা এলাকায় অবস্থিত। পূর্বে বিদ্যালয়টি বিটিএমসি এর অধীনে পরিচালিত হতো। ১৯৯৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মিলটি বন্ধ করে দেওয়ার পর মাননীয় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ০.৫০ একর জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। এ বিদ্যালয়ে ৫ম তলা ও ৬ষ্ঠ তলা বিশিষ্ট দুইটি আধুনিক ভবন রয়েছে। বিদ্যালয়টিতে শিশু শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১২০০ জন শিক্ষার্থী, ৩৭ জন শিক্ষক, ১ জন অফিস সহকারী, ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর এবং ৮ জন ৪র্থ শ্রেণির কর্মচারী রয়েছে। বিদ্যালয়টিতে একটি খেলার মাঠও রয়েছে। বিদ্যালয়টির চারদিকে আম, কাঁঠাল, মেহগুনি ও অন্যান্য গাছ-পালা থাকায় প্রতিষ্ঠানটিতে ছায়াঘেরা মনোরম পরিবেশ বিরাজ করছে। এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, উকিল, বিচারক ও বিচারপতিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রেখে চলেছেন।